New Update
/anm-bengali/media/post_banners/LqqDv5ldhXp4QwYwaOlm.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ শীর্ষে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। গত রাতে বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে ম্যাচ শেষ হয়েছে গোল শূন্যভাবে। পরিসংখ্যান অনুযায়ী ৭৩ শতাংশ বল পজিশন ছিল ম্যানচেস্টার সিটির দখলে। তবু আক্রমণ কিংবা গোল করার সুযোগ দুই দলই অর্জন করেছিল সমানে সমানে। একাধিক তারকা ফুটবলার মাঠে থাকলেও গোল হয়নি ম্যাচে।
Man City clinch top spot in their #UCL group 💪 https://t.co/9ZsCJEKRtb
— Premier League (@premierleague) October 25, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us