New Update
/anm-bengali/media/post_banners/oQfh1tlE8g9Pym1Eppe4.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কাতার বিশ্বকাপ শুরু হওয়ার আগে মিলেছে একের পর এক চোট সংবাদ। চোটের কারনে বিপাকে পড়া দলগুলোর মধ্যে অন্যতম ফ্রান্স। ফ্রান্সের একাধিক তারকা ইতিমধ্যে চোটের কারণে ছিটকে গিয়েছে। বেশ কয়েকজনকে নিয়ে রয়েছে আশঙ্কা।
ঝুঁকিতে রয়েছেন:
পল পোগবা, ওয়েসলি ফোফানা, লুকাস হার্নান্দেজ, মাইক মাইগনান, রাফায়েল ভারানে।
ছিটকে গিয়েছেন
: এন'গোলো কন্তে (হ্যামস্ট্রিং), বোবাকার কামারা (হাঁটু)।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us