New Update
/anm-bengali/media/post_banners/XPKoQZXuT8OxjESoBWGi.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আগামী দিনের জন্য ম্যাক অ্যালিস্টারকে দলে ধরে রাখল ব্রাইটন। ২০২৫ সাল পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি দীর্ঘায়িত করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের এই ক্লাব। মঙ্গলবার নতুন চুক্তিতে সই করানোর খবর জানা গিয়েছে। ২৩ বছর বয়সী এই ফুটবলার ২০১৯ সাল থেকে রয়েছেন ব্রাইটনে। আর্জেন্টিনার জাতীয় দলের হয়েও ইতিমধ্যে খেলেছেন বেশ কিছু ম্যাচ। লোনে আর্জেন্টিনার একাধিক ক্লাবে তিনি খেলেছেন।
Alexis ✍️ 2⃣0⃣2⃣5⃣ pic.twitter.com/u4rTtWNGsA
— Brighton & Hove Albion (@OfficialBHAFC) October 24, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us