শ্যামাপুজো মণ্ডপে থিম কাতার বিশ্বকাপ

author-image
Harmeet
New Update
শ্যামাপুজো মণ্ডপে থিম কাতার বিশ্বকাপ

দিগ্বিজয় মাহালী, মেদিনীপুরঃ শ্যামাপুজোর মণ্ডপে উঠে এল কাতার ফিফা বিশ্বকাপের থিম। বিগত ২২ বছর ধরে শ্যামাপুজোর নানান থিম তুলে ধরে এলাকায় আলোড়ন ফেলেছে তেমাথানীর মিলনতীর্থ ক্লাব । এ বছরের থিম কাতার বিশ্বকাপ । স্টেডিয়াম থেকে মাঠে ফুটবলের বল দখলের লড়াইয়ে  চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা দু'দলের বাইশজন খেলোয়াড় । মাতৃ প্রতিমা রাখা হয়েছে ফুটবলের মধ্যেই। এছাড়াও বিগত বিশ্বকাপের বিজয়ী দলের ছবির সাথে কোন দল কোন কোন সালে বিশ্বকাপ জিতেছে তার পরিসংখ্যান ছবি সহ তুলে ধরা হয়েছে। আছে ভারতের কিংবদন্তী ফুটবোলারদের ছবি সহ পরিচয় । বাড়তি পাওনা হিসেবে আছে আগামী বিশ্বকাপের সূচি। এক কথায় ফুটবলের কুইজ উঠে এসেছে পুজো মণ্ডপে। 

আর এই থিম উদ্বোধনে আন্তর্জাতিক মহিলা ফুটবল জাক্লার বিপাশা বৈষ্ণব । তিনি শোভাযাত্রায় জাগ্লিং দেখান ।  চলন্ত মোটর বাইকের উপর দাঁড়িয়ে মাথায় ফুটবল নিয়ে কসরত দেখিয়ে সবার মন কেড়ে নেন । ফুটবলের উপর দাঁড়িয়ে স্কিপিং , অন‍্যের কাঁধে বসে ও দাঁড়িয়ে জাগ্লিং সহ ফুটবল নিয়ে ফরোয়ার্ড ও ব‍্যকওয়াড় ভল্ট অসাধারণ । শ‍্যামাপুজোর উদ্বোধনী পর্বের এই আয়োজনে মানুষের ঢল নামে । এলাকার প্রাক্তন ফুটবল তারকা সুদীপ ঘোযড়াই , মুরারিমোহন ঘোড়াই ও মিলন মুর্ম্মু কে সম্বর্ধনা জানানো হয় । তেমাথানী ফুটবল একাডেমির সদস‍্যদের সহ নবীর খেলোয়াড়দের সম্বর্ধিত করা হয় । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এন এম গ্রুপ অফ এডুকেলনের কর্নধার সামসুল মির্জা , এলাকার প্রসিদ্ধ ব‍্যবসায়ী বাদল মাইতি ,  সমাজসাবী নারায়ন সাঁতরা প্রমুখ ।

ক্লাব সভাপতি গৌরহরি ভূঞ্যা , সম্পাদক  তরুণ পাল , কোষাধ্যক্ষ বিশ্বজিৎ দে সদস‍্য শম্ভু মাইতি , অমিত পড়‍্যিরা সভাবতই খুশি । ক্লাব সেবার কর্ণধার অরুণ সাঁতরা বলেন , " বর্তমান প্রজন্ম মাঠমুখী হচ্ছে না । বর্তমান প্রজন্মের সুগার প্রেসার থেকে নানান শারীরিক সমস্যার একটাই সমাধান সবাইকে মাঠমুখী হতে হবে । নতুন প্রজন্মকে মাঠে টানতেই আমাদের বিনা বেতনের ফুটল একাডেমি চলছে , সেই পর্বকে সফল করতে ও খেলার মাঠে যুবসমাজকে টেনে আনতেই আমাদের এই আয়োজন ।" সুমিষ্ট অনুষ্ঠান সঞ্চালনা করেন আশাপুরা প্রাথমিক স্কুলের শিক্ষক তথা সঞ্চালক অরিজিৎ দাস অধিকাররী ।