New Update
/anm-bengali/media/post_banners/BadPGF4G8ttCRyYBeJYT.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে অনেকটা দেরি হয়েছিল। কমিয়ে দেওয়া হয়েছিল ওভার সংখ্যা। কুড়ি ওভার থেকে কমিয়ে নয় ওভারে করা হয়েছিল জিম্বাবোয়ে বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ। নয় ওভার ব্যাট করে ৭৯ রান করেছিল জিম্বাবোয়ে। দক্ষিণ আফ্রিকা ৩ ওভার ব্যাট করে কোনও উইকেট না হারিয়ে ৫১ রান করেছে। এরপর ফের বৃষ্টি। আরও কমানো হয়েছে ওভার সংখ্যা।
We are back on and South Africa's revised target is 64 runs in 7 overs 👊🏻#SAvZIM | #T20WorldCup | 📝: https://t.co/D7bhRRb9Qapic.twitter.com/V9Q5abSlM9
— ICC (@ICC) October 24, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us