New Update
/anm-bengali/media/post_banners/9b0ns9cmOBSoaB5M1U7D.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ব্যাট হাতে খুব একটা সুবধা করতে পারেনি বাংলাদেশ। প্রথমে ব্যাত করে নেদারল্যান্ডসের বিরুদ্ধে কুড়ি ওভারে ১৪৪ রান করেছিল তারা। হারিয়েছিল আট উইকেট। বল হাতে ডাচদের বিরুদ্ধে চার উইকেট নিলেন তাসকিন আহমেদ। তিনিই ম্যাচের সেরা ক্রিকেটার। ৪ ওভার বল করে ৪ উইকেট নিয়েছেন তিনি। দিয়েছেন মাত্র ২৫ রান। জোড়া উইকেট এবং একটি মেডেন ওভার নিয়ে নজর কেড়েছেন বাংলাদেশের অপর এক বোলার হাসান মাহমুদ।
A fiery spell of 4/25 🔥
Taskin Ahmed is the @aramco POTM.#T20WorldCup | #BANvNEDpic.twitter.com/32AvLUEbrh— ICC (@ICC) October 24, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us