কোহলির কথা মতো নো বল দিয়েছিলেন আম্পায়ার?

author-image
Harmeet
New Update
কোহলির কথা মতো নো বল দিয়েছিলেন আম্পায়ার?

নিজস্ব সংবাদদাতাঃ শেষ ওভার পর্যন্ত লড়াই চালিয়েও ভারতের বিরুদ্ধে হারতে হয়েছে পাকিস্তানকে। চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে হেরে এখন ক্ষোভে ফুঁসছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার। ওয়াকার ইউনিস বলেছেন, "বল কোমর সমান উচ্চতায় থাকলে স্কোয়ার লেগ আম্পায়ারের প্রথম কাজই হচ্ছে হাত তুলে নো বলের ইঙ্গিত দেওয়া। উনি অভিজ্ঞ আম্পায়ার। সরাসরি নিজের প্রতিক্রিয়া জানাতে পারতেন। তা না করে তিনি রিপ্লে দেখে এবং কোহলি বলার পর নো বল দিলেন। নো বল ছিল কি না সেই বিতর্কে যেতে চাই না।"