​নিজস্ব সংবাদদাতাঃ বিখ্যাত একটি সংবাদ মাধ্যমের করা একটি রিপোর্টের তথ্য অনুসারে, ম্যানচেস্টার ইউনাইটেড এবং চেলসি আগামী মরশুমে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তারকা লিওনেল মেসিকে তাদের দলে নিতে আগ্রহী। লা লিগার ওয়েজ ক্যাপ নিয়মের কারণে, বার্সেলোনা খেলোয়াড়ের চুক্তি নবায়ন করতে না পারার পর গত মরশুমে মেসি পিএসজিতে যোগ দেন। তিনি ফ্রান্সে প্রথম মরশুমে ১১ টি গোল করেছেন এবং ৩৪ টি খেলায় ১৫ টি এসিস্ট করেছেন।