New Update
/anm-bengali/media/post_banners/lr6a0XrTfGhUyflk0GuR.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ শেষ ওভারে ঘটনার ঘনঘটা। শেষ ওভারের শুরুতেই উইকেট হারালেন হার্দিক পান্ডিয়া। ৩৭ বলে ৪০ করে আউট হয়েছিলেন তিনি। ওই একই ওভারে ভুল শট খেলতে গিয়ে স্ট্যাম আউট হয়েছিলেন দীনেশ কার্তিক। চাপে পড়ে নো বল করে ফেলেছিলেন মহম্মদ নাওয়াজ। ফ্রি হিট পেয়েছিল ভারত। এরপর ওয়াইড বল। বল উইকেটে লাগলেও তাই পড়েনি উইকেট। শেষ পর্যন্ত এক বলে জয়ের জন্য টিম ইন্ডিয়ার দরকার ছিল ১ রান। শেষ বলে কোনও ভুল করেননি রবিচন্দ্রন অশ্বিন। প্রথমে ব্যাট করে কুড়ি ওভারে ১৫৯ করেছিল পাকিস্তান। ম্যাচের শেষ বলে ম্যাচ জিতে নেয় ভারত। বিরাট কোহলি ৮২ রানে অপরাজিত।
What a game of cricket! 👊🏻
India win a humdinger at the MCG 🤩 #T20WorldCup | #INDvPAK | https://t.co/H9EE5QNfGDpic.twitter.com/kbgItlGRhE— ICC (@ICC) October 23, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us