New Update
/anm-bengali/media/post_banners/JberiJok7p7UwI5srKLT.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ভারতের বিরুদ্ধে সুবিধা করতে পারছে না পাকিস্তান। ম্যাচের শুরুর দিকেই বাবর আজমের উইকেট হারিয়েছে পাকিস্তান। ১৫.৫ ওভারেই ৬ উইকেট হারিয়েছে তারা। ভারতের হয়ে জোড়া উইকেট নিয়েছেন আর্শদীপ সিং এবং হার্দিক পান্ডিয়ার নামে রয়েছে তিন উইকেট। একটি উইকেট নিয়েছেন মহম্মদ শামি। পাকিস্তানের হয়ে এখনও পর্যন্ত সবথেকে বেশি রান করেছেন ইফতিকার আহমেদ, ৩৪ বলে ৫১ রান করে আউট হয়েছেন তিনি।
Fifty and gone!
Iftikhar Ahmed's entertaining stay at the crease comes to an end ☝#T20WorldCup | #INDvPAK | 📝 https://t.co/H9EE5QNfGDpic.twitter.com/mSDaAfVlga— ICC (@ICC) October 23, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us