দেশের অর্থনীতির সম্বন্ধে জানালেন বাইডেন

author-image
Harmeet
New Update
দেশের অর্থনীতির সম্বন্ধে জানালেন বাইডেন


নিজস্ব সংবাদদাতা: আমেরিকার অর্থনীতির সম্বন্ধে জানালেন রাষ্ট্রপতি জো বাইডেন। 

The American Economy And The 'Biden Boom'

তিনি বলেন, "ঘাটতি কমিয়ে আমরা ঐতিহাসিক অর্থনৈতিক পুনরুদ্ধার থেকে আরও স্থিতিশীল প্রবৃদ্ধির দিকে যাচ্ছি। আমরা এমন একটি অর্থনীতি গড়ে তুলছি যেখানে দরিদ্ররা ওপরে উঠতে পারবে। এটিই আমি আমেরিকার জন্য অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি অফার করি"।