New Update
/anm-bengali/media/post_banners/GaRXcDP4IuV2a9ARNb2G.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আফগানিস্তানের বিরুদ্ধে প্রত্যাশা মতো জয় পেল ইংল্যান্ড। ইংল্যান্ড বোলারদের বিরুদ্ধে ১১২ রানে থেমে গিয়েছিল আফগান একাদশের ইনিংস। রান তাড়া করতে নেমে খুব একটা বেগ পেতে হয়নি ইংল্যান্ডকে। কুড়ি ওভার অতিক্রম হওয়ার আগেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। যদিও পাঁচ উইকেট খুইয়েছে তারা। একটি করে উইকেট নিয়েছেন আফগানিস্তানের পাঁচ বোলার। ১১ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড।
A winning start for England in the Super 12 💪🏻#T20WorldCup | #ENGvAFGpic.twitter.com/AWE9x6uRxn
— ICC (@ICC) October 22, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us