New Update
/anm-bengali/media/post_banners/f6tkEYlfYTC15DS6XVHm.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ব্যাট করে ২০০ রান করেছে নিউজিল্যান্ড। রান তাড়া করতে নেমে একের পর এক উইকেট হারাতে শুরু করেছে অস্ট্রেলিয়া। ইতিমধ্যে অস্ট্রেলিয়ার তিন উইকেট পড়েছে। প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন ডেভিড ওয়ার্নার, অধিনায়ক অ্যারন ফিঞ্চ এবং মিচেল মার্শ। ৩৪ রানে তিন উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের হয়ে জোড়া উইকেট নিয়েছেন টিম সাউদি। একটি উইকেট নিয়েছেন মিচেল স্যান্টনার।
New Zealand are on 🔝 in the Powerplay!#T20WorldCup | #AUSvNZ | 📝 Scorecard: https://t.co/ouB6f5vSvGpic.twitter.com/Tuy3EaVS1l
— ICC (@ICC) October 22, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us