New Update
/anm-bengali/media/post_banners/oI9oFvMgTMIRveDTt39k.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ শেষ হয়েছে চলতি আইসিসি টি২০ বিশ্বকাপের প্রথম পর্ব। সুপার ১২-তে ক্রিকেট প্রেমীদের নজরে থাকবে ঐতিহাসিক সিডনি ক্রিকেট গ্রাউন্ড বা এসসিজি স্টেডিয়াম। এসসিজি স্টেডিয়ামের উইকেট মূলত স্পিনার সহায়ক হিসেবে পরিচিত।
​
তবে সিডনি ক্রিকেট গ্রাউন্ড শুধু স্পিনিং উইকেট নয়, অনেকের কাছে আবেগ। অস্ট্রেলিয়ার অন্যতম শহর, প্রাকৃতিক মাধুর্য থেকে ইতিহাসের সমারোহ, সবকিছুই রয়েছে এই স্টেডিয়ামের আশেপাশে। ক্রিকেট বিশ্বকাপে যা আকর্ষণের অন্যতম কেন্দ্র।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us