ইরানের তৈরি ৮৫ শতাংশ ড্রোন ভূপাতিতের দাবি ইউক্রেনের

author-image
Harmeet
New Update
ইরানের তৈরি ৮৫ শতাংশ ড্রোন ভূপাতিতের দাবি ইউক্রেনের

নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়াকে ইরান থেকে ক্ষেপণাস্ত্র পাওয়া বন্ধ করতে বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে ইউক্রেন। শুক্রবার ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র বলেন, কিয়েভে রাশিয়ার ছোড়া ইরানের তৈরি কামিকাজে ড্রোনগুলোর ৮৫ শতাংশ গুলি করে নামতে সক্ষম হয়েছে নিরাপত্তা সদস্যরা। গত ১০ অক্টোবর থেকে ইউক্রেনের জ্বালানি স্থাপনা এবং বিভিন্ন শহরে হামলা বাড়িয়েছে রাশিয়া। এর মধ্যে ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ইরানের তৈরি শাহেদ-১৩৬ ড্রোন দিয়ে হামলা চালায় মস্কো। যদিও বিষয়টি অস্বীকার করে আসছে তেহরান। বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহানাত আরও বলেন, গত দুই সপ্তাহের ফলাফল যদি দেখি তাহলে আমাদের বিমান প্রতিরক্ষা ৮৫ শতাংশ কার্যকর। তাদের ড্রোনগুলোকে কার্যকরভাবে ভূপাতিত করা গেছে।