যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নিজের নাম ঘোষণা করলেন পেনি মর্ডান্ট

author-image
Harmeet
New Update
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নিজের নাম ঘোষণা করলেন পেনি মর্ডান্ট


নিজস্ব সংবাদদাতা: এবার যুক্তরাজ্যের মন্ত্রী পেনি মর্ডান্ট দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার জন্য নিজের নাম ঘোষণা করেছে। লিজ ট্রাসের পদত্যাগের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নাম দিয়েছেন অনেকেই।

Could Portsmouth North MP Penny Mordaunt become the next Prime Minister? |  ITV News Meridian

 এবার সেই তালিকায় নিজের নাম যুক্ত করলেন পেনি মর্ডান্ট। তিনি তার বিড শুরু করেছেন। প্রথম রক্ষণশীল আইনপ্রণেতা হিসেবে তিনি নির্বাচনী লড়াইয়ের ঘোষণা করেছেন।