New Update
/anm-bengali/media/post_banners/gmsWDRRWJH7AacKiEwO1.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বিশ্বকাপে ১৩ বছরের খরা কাটা আয়ারল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চলতি টি২০ বিশ্বকাপের সুপার ১২-এ প্রবেশ করেছে তারা। ওয়েস্ট ইন্ডিজকে পরাস্ত করার পছনে অন্যতম কারিগর আয়ারল্যান্ডের ওপেনার পল স্টার্লিং। দলকে জিতিয়ে মাঠে ছেড়েছেন তিনি। ৪৮ বলে অপরাজিত ৬৬ রানের ইনিংস খেলেছেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন দলের দুই ব্যাটসম্যান অ্যান্ড্রু এবং লোরকান টাকার। বল হাতে আয়ারল্যান্ডের হয়ে একাই তিনটি উইকেট নিয়েছেন গ্যারেথ ডেলেনি।
We've qualified for the Super 12s!!!!
What. A. Performance.#IREvWI#BackingGreen#T20WorldCup ☘️🏏 pic.twitter.com/lw8GZDESgT— Cricket Ireland (@cricketireland) October 21, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us