শাখারভ পুরস্কার পেলেন ইউক্রেনের জনগণ

author-image
Harmeet
New Update
শাখারভ পুরস্কার পেলেন ইউক্রেনের জনগণ

নিজস্ব সংবাদদাতাঃ গত ২৪ ফেব্রুয়ারি থেকে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। প্রায় ৮ মাস হতে চলা এ যুদ্ধে ইউক্রেনের জনগণকে নানাভাবে করতে হচ্ছে লড়াই। জনগণের সেই লড়াইয়ের প্রতি সমর্থন জানিয়ে দেশটির জনগণকে শাখারভ পুরস্কারে ভূষিত করেছে ইউরোপীয় পার্লামেন্ট। পুরস্কারের ৫০ হাজার ইউরো ইউক্রেনের সুশীল সমাজের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হবে। ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্তা মেটাসোলা পুরস্কার ঘোষণা সময় বলেন, ‘ইউক্রেনের জনগণ যা বিশ্বাস করে, তার পক্ষে দাঁড়িয়েছেন। গণতন্ত্র, স্বাধীনতা ও আইনের শাসন রক্ষায় তাঁরা নিয়োজিত। তাঁদের জীবন এখন ঝুঁকিপূর্ণ। এই পুরস্কারের যোগ্য আর কেউ নেই।’


ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইইউর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে টুইটার করেছেন। টুইটে বলেছেন, ‘এ পুরস্কার ইউক্রেন যুদ্ধে প্রতিদিনকার স্বাধীনতা, গণতন্ত্রের মূল্যবোধের প্রতি সম্মান।’