লাদাখে ভয়াবহ দুর্ঘটনা, টুইট করলেন রাজনাথ সিং

author-image
Harmeet
New Update
লাদাখে ভয়াবহ দুর্ঘটনা, টুইট করলেন রাজনাথ সিং

নিজস্ব সংবাদদাতাঃ লাদাখে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। জানা গিয়েছে। বুধবার লাদাখ অঞ্চলে রাস্তা নির্মাণের কাজ চলাকালীন ১২ জন লোক নিয়ে একটি টিপার পড়ে যায়। দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্যরাও। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রতিরক্ষা কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। রাজনাথ সিং টুইট করে লিখেছেন, 'লাদাখের সাসোমা-সাসার লা এলাকায় জিআরইএফ টিপার পড়ে গিয়ে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের যত দ্রুত সম্ভব আরোগ্য কামনা করছি।'