মঙ্গলে ফের শুরু দুর্যোগ, শঙ্কা প্রকাশ হাওয়া অফিসের

author-image
Harmeet
New Update
মঙ্গলে ফের শুরু দুর্যোগ, শঙ্কা প্রকাশ হাওয়া অফিসের

​নিজস্ব সংবাদদাতাঃ আকাশে মেঘ থাকলেও নিম্নচাপ কেটেছে বাংলা থেকে। টানা বৃষ্টি আপাতত হচ্ছে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কয়েক দিনে। আকাশ মোটামুটিভাবে মেঘলা থাকবে। আবহাওয়ায় থাকবে অস্বস্তিও। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও জলস্তরও বাড়তে পারে। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, নিম্নচাপ কেটে গিয়েছে ইতিমধ্যেই। টানা বৃষ্টির থেকে রেহাই পেয়েছে দক্ষিণবঙ্গ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত মেঘলা আকাশ থাকবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে গরমের অস্বস্তিও থাকবে। বঙ্গোপসাগরের ওপরে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প রয়েছে। সেই কারণেই বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণও অনেকটাই বেশি। তাই গরমের অস্বস্তি বজায় থাকবে সারাদিন। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।