New Update
/anm-bengali/media/post_banners/N5VWTON3zDrvRrnoIizM.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ টি২০ বিশ্বকাপের ম্যাচ চলাকালীন মাঠের জায়ান্ট স্ক্রিনে ভেসে উঠেছিল রোমহর্ষক একটি ঘটনা। মাঠের ধারের রেলিং টপকে পড়ে গেল একটি শিশু! ঘটনার ভিডিও অনেকেই শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়া ওয়ালে। ঘটনা ঘটেছে স্কটল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের সময়। মনে করা হচ্ছে, বল খেলতে খেলতে রেলিং-এর ধারে চলে এসেছিল শিশুটি। বলটি কোনও কারণে রেলিং টপকে চলে গিয়েছিল। বল ধরতে গিয়ে রেলিং টপকে পড়ে যায় সে।
I hope this toddler is ok.. #T20WorldCuppic.twitter.com/xM38YyJ9GX
— Menners 🎙 (@amenners) October 17, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us