গণনায় কারচুপির অভিযোগ থারুর গোষ্ঠীর

author-image
Harmeet
New Update
গণনায় কারচুপির অভিযোগ থারুর গোষ্ঠীর

নিজস্ব সংবাদদাতাঃ দীর্ঘ কয়েক দশক পর অ-গান্ধী সভাপতি পেতে চলেছে কংগ্রেস শিবির। কংগ্রেস সভাপতি হওয়ার দৌড়ে রয়েছেন মল্লিকার্জুন খাড়গে ও শশী থারুর। যদিও কংগ্রেস সভাপতি নির্বাচনে অনিয়মের অভিযোগ এনেছে শশী থারুরের ক্যাম্পের লোকেরা।







 শশী থারুরের দলের তরফে কংগ্রেস সভাপতি নির্বাচনে অনিয়মের অভিযোগ করা হয়েছে। দলের নির্বাচনী সংস্থাকে চিঠি লিখেছেন তাঁরা। গণনা শুরু হওয়ার পরপরই থারুর গোষ্ঠী অভিযোগ করে যে, উত্তর প্রদেশের নির্বাচন প্রক্রিয়ায় "বিরক্তিকর তথ্য" রয়েছে এবং রাজ্যের ভোট বাতিল করার দাবি জানানো হয়েছে। থারুরের নির্বাচনী এজেন্ট সালমান সোজ বলেন, "আমরা মধুসূদন মিস্ত্রির অফিসের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছি, তাদের বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করেছি, এখনই এর সুনির্দিষ্ট বিষয়ে প্রবেশ করতে পারছি না।"