মুক্তি পেতে চলেছে মানব ভিজ, আরবাজ খানের কাশ্মীরের পটভূমিতে তৈরি 'তানাভ'

author-image
Harmeet
New Update
মুক্তি পেতে চলেছে মানব ভিজ, আরবাজ খানের কাশ্মীরের পটভূমিতে তৈরি 'তানাভ'

নিজস্ব প্রতিনিধি-২০১৭ সালে কাশ্মীরের পটভূমিতে নির্মিত মানব ভিজ এবং আরবাজ খানের তানাভ আগামী ১১ই নভেম্বর থেকে সোনি লাইভে প্রিমিয়ার হবে।তানাভ একটি কাল্পনিক থ্রিলার যা একটি বিশেষ ইউনিট, তাদের সাহসিকতা এবং সাহসকে ঘিরে আবর্তিত হয়।এটি একটি সামাজিক-রাজনৈতিক অ্যাকশন ড্রামা।