New Update
/anm-bengali/media/post_banners/pqQk3WQP2VUg4JdeO2Y7.jpg)
হরি ঘোষ, দুর্গাপুর: পুজোর বোনাসের দাবিতে রক্ত স্বাক্ষরের পর দেওয়ালে স্বাক্ষর করে আন্দোলনে শামিল দুর্গাপুর ইস্পাত কারখানার কংগ্রেস শ্রমিক সংগঠন আইএনটিইউসি। সোমবার সকাল থেকে দুর্গাপুর ইস্পাত কারখানার মূল গেটের সামনে অবস্থান বিক্ষোভ শুরু হয়। সেখানে দেওয়ালে স্বাক্ষর করা হয়। দ্রুত বোনাসের দাবি জানানো হয়। কোনো গুরুত্ব দিচ্ছে না সেল কর্তৃপক্ষ বলেও তাদের অভিযোগ। দেওয়ালে স্বাক্ষর পাঠানো হবে দুর্গাপুর ইস্পাত কারখানার চেয়ারম্যানকে। তারপরেও তাদের দাবি পূরণ না হলে এবং পুজোর বোনাস দেওয়া না হলে লাগাতার আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us