নিজস্ব সংবাদদাতাঃ সদ্য শ্রীলঙ্কা সফর সেরে বাড়ি ফিরেছেন ভারতের তারকা ব্যাটসম্যান শিখর ধাওয়ান। এবার এতদিন পর বাড়ি ফিরে তাঁর কেমন লাগছে, ছবি পোস্ট করে সেকথা জানালেন গব্বর। প্রথম ছবিতে দেখা যাচ্ছে তিনি বসে রয়েছেন। দ্বিতীয় ছবিতে হাত ছড়িয়ে প্রাণ খুলে হাসতে দেখা যাচ্ছে শিখরকে। ছবির ক্যাপশনে শিখর লিখেছেন, ‘বাড়ি ফেরার পর আমার প্রতিক্রিয়া দেখার জন্য ছবিটা সরাও’।