New Update
/anm-bengali/media/post_banners/9OZq0ANf8aNKeRpcazD9.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ রবিবার ভোরে দিল্লি-কলকাতা দুরন্ত এক্সপ্রেসে সশস্ত্র ডাকাতদের লুঠের শিকার হলেন যাত্রীরা। সূত্রের খবর, ২০ জনেরও বেশি সশস্ত্র ডাকাত বন্দুক দেখিয়ে দুরন্ত এক্সপ্রেসের অন্তত ছয়-সাতটি বগি জুড়ে লুটপাট চালায়।
বিহারের পটনা স্টেশন অতিক্রম করার পর, ১২২৭৪ দিল্লি-কলকাতা দুরন্ত এক্সপ্রেসে ভোর ৩টে নাগাদ এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে বলে অভিযোগ। সেই সময় ট্রেনে সরকারি রেলওয়ে পুলিশ বা জিআরপি-র কোনও কর্মী ছিল না। জিআরপির সদস্যরা পটনা স্টেশনেই ট্রেন থেকে নেমে গিয়েছিলেন। ট্রেনটির চালক জানিয়েছেন,এর পরপরই কোনও অজ্ঞাত ব্যক্তি ট্রেনের এমার্জেন্সি চেইন টেনেছিল এবং ডাকাত ট্রেনে উঠে পড়েছিল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us