/anm-bengali/media/post_banners/qJ8sbUjLGoZj1uuMygfh.jpg)
দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর: অবৈধ ঝিল আর ইঁট ভাটার জেরে ধ্বংস হতে চলেছে কেলেঘাই কপালেশ্বরী নদী। যার জেরে নদী বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা অনেক বেশী থাকে। উদাসীন সেচ দপ্তর ও প্রশাসনের একাংশ। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের লাঙলকাটা এলাকায় ডুবে যাওয়া কাঠের সেতু পরিদর্শনে এসে এমনটাই মন্তব্য করেন সবং বিধানসভার বিধায়ক তথা রাজ্যের জলসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী ডাঃ মানস রঞ্জন ভুঁইয়া। এদিন কেলেঘাইয়ের জলের নীচে চলে গিয়েছে একটি কাঠের সাঁকো।যার জেরে পূর্ব মেদিনীপুর জেলার সঙ্গে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। আর সেই এলাকা দেখতে এসেই দপ্তরের আধিকারিকদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন অবৈধ ঝিল ও ইঁট ভাটা নিয়ে। পাশাপাশি তিনি অভিযোগ তোলেন, এই নদী সংস্কারের জন্য কেন্দ্রর ২২২ কোটি টাকা দেওয়ার কথা।বর্তমান কেন্দ্র সরকার এতদিন হয়েছে এক টাকাও দেয়নি বলে সরাসরি কেন্দ্রকে তোপ দাগেন মানস রঞ্জন ভুইয়া।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us