দোনেৎস্ক শহরের প্রশাসন ভবনে হামলায় চার বেসামরিক নাগরিক আহত

author-image
Harmeet
New Update
দোনেৎস্ক শহরের প্রশাসন ভবনে হামলায় চার বেসামরিক নাগরিক আহত

নিজস্ব সংবাদদাতাঃ  দোনেৎস্ক পিপলস রিপাবলিকের আঞ্চলিক প্রতিরক্ষা বিবৃতিতে জানিয়েছে, দোনেৎস্কের নগর প্রশাসনের ভবনে গোলাবর্ষণের সময় চারজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। বিবৃতিতে বলা হয়, 'দোনেৎস্কের নগর প্রশাসনের ভবনে গোলাবর্ষণের সময় আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জনে।' বিবৃতিতে বলা হয়, 'আহতদের মধ্যে ১৯৯৪ সালে জন্ম নেওয়া এক নারী এবং ১৯৬৪ সালে জন্ম নেওয়া এক নারী রয়েছেন। দোনেৎস্কে রাশিয়ান-নিযুক্ত মেয়র আলেক্সেই কুলেমজিন বলেন, 'আহতদের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের আঘাতের তীব্রতা নির্ধারণ করা হচ্ছে।'