New Update
/anm-bengali/media/post_banners/GPze2mUiSAi0gxaMknSz.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেছেন যে তিনি ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের গুরুত্ব জানেন। তবে ক্রিকেট বিশ্ব জুড়ে প্রতিযোগিতাকে ঘিরে যে হাইপ তৈরি হচ্ছে তা নিয়ে ক্রমাগত চিন্তা করে তিনি নিজের এবং তার দলের উপর অযথা চাপ সৃষ্টি করবেন না। সংযুক্ত আরব আমিশাহিতে ২০২১ সালের টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তাদের ১০ উইকেটের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার আশায় ২৩ অক্টোবর এমসিজি দর্শকদের সামনে সুপার ১২ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে খেলবে ভারত।
Who will join this elusive list of teams at #T20WorldCup 2022? 🤔 pic.twitter.com/aFshlDIiOB
— ICC (@ICC) October 15, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us