পাকিস্তানকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ বলে জানালেন বাইডেন

author-image
Harmeet
New Update
পাকিস্তানকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ বলে জানালেন বাইডেন


নিজস্ব সংবাদদাতা: পাকিস্তানকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ বলে জানালেন আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন। তিনি ডেমোক্রেটিক কংগ্রেসনাল ক্যাম্পেইন কমিটির রিসেপশনে অংশ নেন। 

The agonizing problem of Pakistan's nukes

সেখান থেকেই বক্তৃতা দেওয়ার সময় তিনি বলেন, "আমি মনে করি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর একটি পাকিস্তান"। পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে তিনি এই মন্তব্য করেন।

India and Pakistan: how much of a nuclear threat do they pose?