দেখে নিন EPL2-এর মাসের সেরা ফুটবলার কে হলেন

author-image
Harmeet
New Update
দেখে নিন EPL2-এর মাসের সেরা ফুটবলার কে হলেন

নিজস্ব সংবাদদাতাঃ ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম ডিভিশনের পাশাপাছি চলছে দ্বিতীয় ডিভিশনের খেলায়। সেখানে রয়েছেন এক ঝাঁক তরুণ খেলোয়াড়। যারা আগামী সময়ে সুযোগ পেতে পারেন তথাকথিত কোনও বড় ক্লাবে। সেপ্টেম্বর মাসের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন জন-কিমানি গর্ডন। উনিশ বছর বয়সী এই ফুটবলার ক্রিস্টাল প্যালেসের যুব দলের খেলোয়াড়। প্যালসের হয়েই চলতি মরসুমে নজর কাড়ছেন তরুণ এই ফরোয়ার্ড।