New Update
/anm-bengali/media/post_banners/yCKcqrqFStSe7VTHebbY.jpg)
নিজস্ব প্রতিনিধি- আজ তিপ্রা ওমেন ফেডারেশনের দ্বিতীয় বার্ষিকীর সাধারন সভা উপলক্ষে আগরতলা শহরে এক মিছিলের আয়োজন করা হয়, শুক্রবার এই মিছিলে উপস্থিত ছিলেন তিপ্রামথার চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেব বর্মন সহ দলের সদস্যরা এই মিছিল আগরতলা শহর প্রদক্ষিণ করে।
পরে টাউন হলে শুরু হয় সন্মেলনের কাজ।সেখানে বিভিন্ন দাবিগুলির কথা তুলে ধরা হয়, গ্রেটার তিপ্রা ল্যান্ড এবং অবিলম্বে ভিলেজ কাউন্সিল নির্বাচনের দাবি জানান তিপ্রামথা দলের চেয়ারম্যান প্রদ্যুত কিশোর দেববর্মন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us