নিজস্ব সংবাদদাতা: ভুটান পাহাড়ে প্রবল বৃষ্টির জেরে হাসিমোরা ঝোরায় তীব্র জলোচ্ছ্বাস হয়। তার জেরেই প্লাবিত হয় জয়গাঁ শহর। জয়গাঁ শহরের ঝর্ণাবস্তি রাস্তায় ধস নেমেছে। তার ফলে ওই এলাকার সঙ্গে আশপাশের এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। গোটা শহর জলমগ্ন হয়ে পড়েছে। ঝর্ণাবস্তি এলাকার বেশ কয়েকটি বাড়িও তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঝর্ণাবস্তি ছাড়াও ডিমা নদীর চরের একাধিক ঘর জলমগ্ন হয়ে পড়েছে।