হাঁসখালিতে ফের নাবালিকার ওপর নির্যাতন

author-image
Harmeet
New Update
হাঁসখালিতে ফের নাবালিকার ওপর নির্যাতন

নিজস্ব সংবাদদাতা: ফের নাবালিকাকে যৌন নিগ্রহের পর মুখ বন্ধ রাখতে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ। স্কুলের শিক্ষিকাদের উদ্যোগে শেষে দায়ের হল অভিযোগ। ঘটনাস্থল নদিয়ার হাঁসখালি। এই ঘটনায় স্পষ্ট, এপ্রিলের ঘটনার পরও এতটুকু বদলায়নি সেখানকার পরিস্থিতি। পরিবার সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যায় নাবালিকার মা পাশের বাড়িতে টিভি দেখতে গিয়েছিলেন। রাত আটটা নাগাদ মাকে ডাকতে সেখানে যাচ্ছিল ১০ বছরের কিশোরী। অভিযোগ, তখনই তাঁকে জড়িয়ে ধরে এলাকার বাসিন্দা বছর পঞ্চাশের নবকুমার বিশ্বাস। নাবালিকার মুখে গামছা গুঁজে নির্জন জায়গায় নিয়ে যায় তাকে। এর পর নাবালিকার ওপর যৌন নির্যাতন চালায় সে। বেশ কিছুক্ষণ পর নাবালিকাকে মুক্তি দিলেও জানিয়ে দেয়, ঘটনার কথা কাউকে জানালে প্রাণ চলে যেতে পারে।  ঘটনার কথা মেয়ের স্কুলের শিক্ষিকাদের জানান তাঁর মা। শিক্ষিকারা যোগাযোগ করেন চাইল্ড লাইনে। চাইল্ড লাইনের উদ্যোগে হাঁসখালি থানায় দায়ের হয় অভিযোগ। এর পর অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।