নিজস্ব সংবাদদাতা: বিকেলে চার দিক কালো করে ঝেঁপে নামল বৃষ্টি। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আগামী দু’ঘণ্টা বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতা ও হাওড়ার বেশ কিছু এলাকায় ঘণ্টা দু’য়েক বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। সেই পূর্বাভাস অনুযায়ী বিকেল সাড়ে ৪টে নাগাদ একাধিক এলাকায় বৃষ্টি শুরুও হয়ে গিয়েছে। মেঘলা আকাশে বিকেলের মধ্যেই যেন নেমে গিয়েছে সন্ধ্যা। এ দিকে অসময়ের এই বৃষ্টিতে অস্বস্তিতে পড়েছেন পথচলতি মানুষ।