/anm-bengali/media/post_banners/NdBKSeyjw68QttP75LiX.jpg)
নিজস্ব প্রতিনিধি, অন্ডালঃ রানীগঞ্জ বিধানসভার উখড়া খাঁদরা এক কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে রয়েছে বেহাল অবস্থায়। রাস্তাটি উখড়ার শুকোপুকুর থেকে অন্ডাল বিমানবন্দরের খাঁদরা ইছাপুর প্রধান রাস্তায় গিয়ে মিশেছে । গুরুত্বপূর্ণ এই রাস্তার উপর দিয়ে প্রত্যেক দিন প্রচুর মানুষ যাতায়াত করেন। স্কুল পড়ুয়া থেকে শুরু করে অফিস যাত্রী সকলেই এই রাস্তাটাকে শর্টকাট হিসেবে ব্যবহার করেন। স্থানীয় বাসিন্দা তথা উখড়া পঞ্চায়েতের প্রাক্তন প্রধান দয়াময় সিংহ জানান, পাঁচ বছর আগে ইসিএল এই রাস্তাটির কাজ শুরু করেছিল। কিন্তু রাস্তাটি তৈরি করতে পাথর-মাটি দেওয়ার পর আর কোনও কাজ হয়নি। ফলে দীর্ঘদিন ধরে অব্যবস্থায় রাস্তাটির অবস্থা করুণ হয়ে উঠেছে। এই রাস্তা দিয়ে পারাপার করতে নিত্যদিন ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। তিনি জানান, এ ব্যাপারে ইসিল কর্তৃপক্ষকে বারবার জানালেও কোনও কাজ হয়নি। দয়াময়বাবু বলেন, এই ব্যাপারে অন্ডাল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ব্লক প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, আগামী ছয় মাসের মধ্যে এই রাস্তা সংস্কারের কাজ শুরু হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us