নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার ইউক্রেন দখলের সক্ষমতা সম্পর্কে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমীকরণ ছিল সম্পূর্ণ ভুল। এমনই এক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'তার বিশ্বাস পুতিন একজন যুক্তিবাদী মানুষ। তবে ইউক্রেন দখলে নিজ দেশের সক্ষমতা নিয়ে তার সমীকরণ অত্যন্ত ভুল ছিল। রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনীয়দের প্রতিরোধের মাত্রাকে তিনি অবমূল্যায়ন করেছিলেন।'
জো বাইডেন বলেন, "পুতিন হয়তো ভেবেছিলেন, উন্মুক্ত অস্ত্র দিয়ে তাকে স্বাগত জানানো হবে, রাশিয়ার এলাকা ভেবে কিয়েভে তাকে স্বাগত জানানো হবে। আমি মনে করি তিনি সম্পূর্ণ ভুল হিসাব কষেছেন।"