জিয়া খান মৃত্যু মামলায় নয়া মোড়

author-image
Harmeet
New Update
জিয়া খান মৃত্যু মামলায় নয়া মোড়

​নিজস্ব সংবাদদাতাঃ জিয়া খান মৃত্যু মামলায় নয়া মোড়। স্পেশ্যাল সিবিআই কোর্টের অধীনে গেল এই মামলা। গত আট বছর ধরে সেশন কোর্টের বিচারাধীন ছিল বলি অভিনেত্রীর মৃত্যু মামলা। এ বার তার বিচারের ভার বিশেষ সিবিআই আদালতের।মেয়ের জন্য সুবিচার পাওয়ার আশায় এতদিন লড়াই করছেন জিয়ার মা রাবিয়া। আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন তিনি। সাংবাদিকদের রাবিয়া বলেন, “জিয়ার কোনও দোষ ছিল না। আদালত সঠিক সিদ্ধান্ত নিয়েছে। নয় বছর পরে মহারাষ্ট্র পুলিশের কাছে থেকে সমস্ত প্রমাণ পুনরুদ্ধার করবে সিবিআই। আমরা আশা করছি সত্যিটা এ বার সামনে আসবে। কারণ জিয়া কখনও আত্মহত্যা করতে পারে না।”