‘মশাল’ প্রতীক পেল ঠাকরে শিবির, নতুন তালিকা দিতে হবে শিন্ডেদের

author-image
Harmeet
New Update
‘মশাল’ প্রতীক পেল ঠাকরে শিবির, নতুন তালিকা দিতে হবে শিন্ডেদের

নিজস্ব সংবাদদাতাঃ প্রতীকের লড়াইতে অবশেষে ‘মশাল’ প্রতীক পেল উদ্ধব ঠাকরে-পন্থী শিব সেনা। সোমবার নির্বাচন কমিশনের তরফে ‘মশাল’ প্রতীক ধার্য করা হল তাঁদের জন্য। আর একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনাকে বলা হল, নতুন করে প্রতীকের প্রস্তাব দিতে। দুই শিবিরের নামও ধার্য করা হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধবের শিবিরের নাম হবে ‘শিবসেনা- উদ্ধব বালাসাহেব ঠাকরে’। শিন্ডের শিবির ‘উদীয়মান সূর্য’, ‘ত্রিশূল’ ও ‘গদা’- এই তিন প্রতীকে প্রস্তাব দিয়েছে। শেষের দুটির সঙ্গে ধর্মের যোগ আছে, এই বলে বাতিল করে দিয়েছে কমিশন। আর যে ‘উদীয়মান সূর্য’ প্রতীক চাওয়া হয়েছে, তা ব্যবহার করে তামিলনাড়ুর রাজনৈতিক দল ডিএমকে। তাই সেই প্রতীকও বাতিল। এবার নতুন করে তিনটি প্রতীক দিতে হবে কমিশনে।