New Update
/anm-bengali/media/post_banners/tUUAzlGJn7X6G7Zx1Glj.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ চলতি ইংলিশ প্রিমিয়ার লিগের পরিচিত ফর্মে নেই এটিকে মোহন বাগান। বর্তমানে অবনমনের আওতায় রয়েছে দল। এই পরিস্থিতিতে এবারের লিগে প্রথম ম্যাচ জিতল লেস্টার সিটি। লীডস ইউনাইটেডের বিরুদ্ধে ২-১ গোলে তারা জিতেছে। ম্যাচের ১০ মিনিটে পাস্কালের গোলে এগিয়ে গিয়েছে লীডস। পর লেস্টারের হয়ে গোল দুটি করেছেন যথাক্রমে এদুয়ার্দো এবং এজে।
Another for Eddy 🔥#CPFC | #CRYLEEpic.twitter.com/qaDxNqc2dy
— Crystal Palace F.C. (@CPFC) October 9, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us