ইউক্রেনে আইআরআইএস এয়ার ডিফেন্স সিস্টেমের প্রথম সরবরাহ করল জার্মানি

author-image
Harmeet
New Update
ইউক্রেনে আইআরআইএস এয়ার ডিফেন্স সিস্টেমের প্রথম সরবরাহ করল জার্মানি


নিজস্ব সংবাদদাতা: সোমবার ইউক্রেনের কিভে রাশিয়ার হামলার পর জার্মানি ইউক্রেনে আইআরআইএস-টি এসএলএম এয়ার-টু-এয়ার মিসাইল সিস্টেমের প্রথম সরবরাহ করল। ইউক্রেনকে ৪ টি আইআরআইএস এয়ার ডিফেন্স সিস্টেম সরবরাহ করার কথা রয়েছে জার্মানির। 

IRIS-T aircraft missile | Missilery.info

রাশিয়ার হামলা থেকে ইউক্রেন যাতে রক্ষা করতে পারে তার জন্য এই সিস্টেম প্রদান করেছে জার্মানি। খুব শীঘ্রই বাকি এয়ার ডিফেন্স সিস্টেম সরবরাহ করা হবে বলে জানিয়েছে জার্মানি।