তবে কি বদলে গেল চানুর পদকের রঙ?

author-image
Harmeet
New Update
তবে কি বদলে গেল চানুর পদকের রঙ?

​নিজস্ব সংবাদদাতাঃ রুপোর মেয়ে মীরাবাই চানু দেশে ফিরে আসতেই শোনা গিয়েছিল, তাঁর পদকের রং বদলে যেতে পারে। টোকিও অলিম্পিক মেয়েদের ৪৯ কেজি ভারোত্তলন বিভাগে সোনাজয়ী হাউ ঝিউইয়ের অ্যান্টি ডোপিং পরীক্ষা হতে পারে, এমনটাই জানা গিয়েছিল। তবে ইতিমধ্যে জানা গেছে, টোকিওয় সোনাজয়ী ভারোত্তলক ঝিউইকে কোনও রকম অ্যান্টি ডোপিং পরীক্ষা দিতে হবে না। ফলে বদলালো না চানুর পদকের রং।