ভারতের প্রতি তার অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন: এস জয়শঙ্কর

author-image
Harmeet
New Update
ভারতের প্রতি তার অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন: এস জয়শঙ্কর


নিজস্ব সংবাদদাতা: দেহত্যাগ করেছেন মুলায়ম সিং যাদব। এবার তার মৃত্যুতে শোক প্রকাশ করলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। 

Mulayam Singh Yadav: पत्नी साधना गुप्ता के निधन के बाद से सुधरा नहीं मुलायम  सिंह यादव का स्वास्थ्य - Mulayam Singh Yadav Health latest update: Mulayam  Singh Yadav not feeling well after

তিনি বলেন, "শ্রী মুলায়ম সিং জির মৃত্যুতে গভীরভাবে শোকাহত। একজন গভীর জাতীয়তাবাদী মানুষ ছিলেন তিনি। তিনি শক্তিশালী ভারত গড়ার প্রতি তার অনেক অবদানের জন্য স্মরণীয় হয়ে থাকবেন। আল্লাহ যেন তার পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেন"।