New Update
/anm-bengali/media/post_banners/52TEuPngeTsnNqY8YnyO.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আসন্ন টি২০ বিশ্বকাপ শুরু হওয়ার আগে চোট পেয়েছেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার। ড্যারেল মিচেল সম্পর্কে আপডেট দিয়েছে নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, স্কোয়াডের অন্যান্যদের সঙ্গেই অস্ট্রেলিয়ায় টি২০ বিশ্বকাপ সফরে যোগ দেবেন ড্যারেল মিচেল। নেটে অনুশীলন করার সময় ডান হাতের আঙুলে চোট পেয়েছেন তিনি। এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি বলেই জানা গিয়েছে।
Good news for New Zealand's quest for #T20WorldCup silverware 🏆https://t.co/hBKYCLrFXS
— ICC (@ICC) October 10, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us