​নিজস্ব সংবাদদাতাঃ নরেন্দ্র মোদী গুজরাট সফরে রয়েছেন। সূত্রের খবর মারফত জানা গিয়েছে যে আজ অর্থাৎ সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারুচ এবং জামনগরে বিভিন্ন উন্নয়ন কর্মসূচির উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। আহমেদাবাদে, প্রধানমন্ত্রী মোদী শিক্ষানিক সংকুল উদ্বোধন করবেন। প্রসঙ্গত উল্লেখ্য, তিনি গতকালও গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন করেছেন।