হালান্ডের ভবিষ্যৎ নিয়ে ফের জল্পনা

author-image
Harmeet
New Update
হালান্ডের ভবিষ্যৎ নিয়ে ফের জল্পনা

নিজস্ব সংবাদদাতাঃ ইংলিশ প্রিমিয়ার লিগের আবির্ভাবেই সাড়া ফেলে দিয়েছেন ইর্লিং হালান্ড। কমিউনিটি শিল্ডের পর থেকে ধারাবাহিকভাবে গোল করে চলেছেন। ম্যানচেস্টার সিটির হয়ে ইতিমধ্যে করেছেন একাধিক হ্যাটট্রিক। 

আগামী দিনে হালান্ড সিটিতেই থাকবেন কি না সেই নিয়ে শুরু হয়েছে জল্পনা। ফুটবল মহলের একাংশের দাবি, হালান্ডের চুক্তি পত্রে রিলিজ ক্লজ রয়েছে। তাছাড়া তাঁর বাবা বলেছিলেন যে ইর্লিং তিন বা চার মরসুমের বেশি ম্যান ইউ-তে থাকবেন না।