বায়ার্নের বিস্ময় বালককে সই করাতে চাইছেন পেপ!

author-image
Harmeet
New Update
বায়ার্নের বিস্ময় বালককে সই করাতে চাইছেন পেপ!

নিজস্ব সংবাদদাতাঃ মাঝমাঠকে আরও মজবুত করতে চাইছেন পেপ গুয়ার্দিওলা। ম্যানচেস্টার সিটির হয়ে কেভিন ডি ব্রুইন, গুন্দগানের পাশাপাশি ১৯ বছর বয়সী জামাল মুসিয়ালাকেও তিনি সই করাতে চাইছেন বলে মনে করা হচ্ছে। 

সম্প্রতি কিছু আন্তর্জাতিক রিপোর্টে দাবি করা হয়েছে যে আগামী মরসুমে জামালকে দলে নিতে চাইছেন ম্যানচেস্টার সিটি কোচ। বর্তমানে বায়ার্ন মিউনিখে রয়েছেন জামাল।