হালান্ডের গোল মহড়া চলছেই

author-image
Harmeet
New Update
হালান্ডের গোল মহড়া চলছেই

নিজস্ব সংবাদদাতাঃ কমিউনিটি শিল্ডের পর থেকে যেন স্বপ্নের ফর্মে রয়েছেন এর্লিং হালান্ড। লাগাতার গোল করে চলেছেন তিনি। গোল করার জন্য সতীর্থকে পাসও বাড়িয়েছেন হালান্ড। ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে সাউদাপ্টনের বিরুদ্ধে ৪-০ গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের চতুর্থ গোলটি করেছেন হালান্ড । তার আগের তিনটি গোল জোয়াও ক্যানন্সেলো, ফিল ফডেন এবং রিয়াদ মাহারেজের।