New Update
/anm-bengali/media/post_banners/lEido5b0rQIv7pR79u04.jpg)
​নিজস্ব সংবাদদাতাঃ আজ অর্থাৎ রবিবার নিজের টুইটার একাউন্টে একটি টুইট করেছেন আইমিম সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। তিনি লিখেছেন,'বিজেপি সরকার টিপু এক্সপ্রেসের নাম পরিবর্তন করে ওয়াদেয়ার এক্সপ্রেস করেছে। টিপু বিজেপিকে বিব্রত করে কারণ তিনি ব্রিটিশদের বিরুদ্ধে ৩ টি যুদ্ধ করেছিলেন। আরেকটা ট্রেনের নাম রাখা যেত ওডেয়ার্সের নামে। বিজেপি কখনই টিপুর উত্তরাধিকার মুছে ফেলতে পারবে না।'
​
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us