New Update
/anm-bengali/media/post_banners/yqkYmpkaaOwZRfahiXIa.jpg)
নিজস্ব সংবাদদাতা: হিন্দু ধর্মে গোবর্ধন পর্বতকে পুজো করা হয়। কিন্তু জানেন কি কেন পুজো করা হয় গোবর্ধন পর্বতকে? গোবর্ধন পর্বত উত্তরপ্রদেশের গোকুল শহরে অবস্থিত। কথিত আছে, একবার দেবরাজ ইন্দ্র ব্রজের মানুষদের ওপর প্রচন্ড কুপিত হন।
ফলে প্রবল বৃষ্টিপাত শুরু হয়। সেই সময় কৃষ্ণ তার কড়ে আঙুলে গোবর্ধন পর্বতকে তুলে ধরেন। গোবর্ধন পর্বতের নিচে আশ্রয় নিয়ে প্রাণে বাঁচেন ব্রজবাসী। গোবর্ধন পর্বতের আশ্রয়ে থেকে ইন্দ্রের প্রকোপ থেকে রক্ষা পাওয়ায় কৃষ্ণের কথায় গোবর্ধন পর্বতের পুজো শুরু হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us